• ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১লা জিলকদ, ১৪৪৫ হিজরি

আজ সিটি কর্পোরেশনের ৩টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন অর্থমন্ত্রী

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০১৭

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সিলেট সিটি কর্পোরেশনের তিনটি প্রকল্পের ভিস্তি প্রস্তর স্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি। প্রকল্পগুলো হচ্ছে হুমায়ুন রশীদ চত্ত্বর হতে শিববাড়ী হয়ে বন্দরঘাট পর্যন্ত আরসিসি ইউ টাইপ ও বক্স ড্রেন নির্মান কাজ, কীন ব্রীজ হতে মুক্তিযোদ্ধা চত্ত্বর হয়ে হুমায়ুন রশীদ চত্ত্বর পর্যন্ত রাস্তা ৪ লেনে উন্নীতকরণ কাজ এবং কীন ব্রীজ হতে ঝালোপাড়া হয়ে মুক্তিযোদ্ধা চত্ত্বর পর্যন্ত রাস্তা ২ লেনে উন্নীতকরণ কাজ। সিলেট সিটি কর্পোরেশনের প্রকৌশল শাখা জানিয়েছে, হুমায়ুন রশীদ চত্ত্বর হতে শিববাড়ী হয়ে বন্দরঘাট পর্যন্ত আরসিসি ইউ টাইপ ও বক্স ড্রেন নির্মাণ কাজের চুক্তিমূল্য হচ্ছে ৮ কোটি ৬৬ লক্ষ টাকা। অন্যদিকে কীন ব্রীজ হতে মুক্তিযোদ্ধা চত্ত্বর হয়ে হুমায়ুন রশীদ চত্ত্বর পর্যন্ত রাস্তা ৪ লেনে উন্নীতকরণ কাজের চুক্তিমূল্য হচ্ছে ১৭ কোটি ৯০ লক্ষ টাকা এবং কীন ব্রীজ হতে ঝালোপাড়া হয়ে মুক্তিযোদ্ধা চত্ত্বর পর্যন্ত রাস্তা ২ লেনে উন্নীতকরণ কাজের চুক্তিমূল্য হচ্ছে ৬ কোটি ৯১ লক্ষ টাকা। এদিকে সকাল ১০টায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি কীনব্রিজ সংলগ্ন সারদা হলে গিয়ে সেখানকার কার্যক্রম পরিদর্শন করবেন বলে জানা গেছে। বিজ্ঞপ্তি